অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ক্লাবগুলোতেও অবৈধ ক্যাসিনো পরিচালনা করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ক্লাবগুলোতেও অবৈধ ক্যাসিনো পরিচালনা করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানকে স্বাগত জানান সেনাপ্রধান।
সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, 'দুর্নীতি, অপকর্মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শক্তিশালী অবস্থান এই অভিযানগুলো তারই বহিঃপ্রকাশ হয়েছে।'
তিনি আরো বলেন, 'এই অভিযানের প্রেক্ষিতে অনেক দুর্নীতি কমে যাবে। সৈনিক ক্লাবগুলোর খোঁজ নিতে গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে। সেখানে যা করণীয় আমরা তাই করবো।'